আগে ব্যাট করে সাকিব-প্রিটোরিয়াসের ব্যাটে বড় সংগ্রহই পেয়েছিল ফরচুন বরিশাল। তবে সাকিবদের লড়াই ম্লান করে দিয়েছে খুলনার মাহমুদুল হাসান জয় ও হাবিবুর রহমান। এই দুই ব্যাটারের তাণ্ডবের ম্যাচে শেষ হাসি হেসেছে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া খুলনা। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে বরিশাল। লক্ষ্য তাড়া করতে নেমে ৩ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় পায় খুলনা। বরিশাল টানা দ্বিতীয় পরাজয়ে চতুর্থ স্থানে থেকে শেষ করলো সুপার লিগ।
শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে এদিন ওপেনিংয়ে চমক দেখায় বরিশাল। দলটির হয়ে ওপেনিং করতে নামেন আনামুল হক বিজয় এবং মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে সফল হননি রিয়াদ। মাত্র ৯ রান করে ফেরেন তিনি। আরেক ওপেনার বিজয় করেন ২৯ বলে ২৮ রান।
তিনে নেমে ১৪ রান করেন চতুরঙ্গ ডি সিলভা। চারে ব্যাট হাতে নামতেই আক্রমণ চালায় সাকিব। তবে ২২ রানে ক্যাচ দিয়ে ফেরেন তারকা এই অলরাউন্ডার। এরপর প্রিটোরিয়াসকে নিয়ে জুটি গড়েন ইব্রাহিম জাদরান। ২১ রানে থাকা অবস্থায় বিদায় নেন এই আফগান ক্রিকেটার। প্রিটোরিয়াস থামেন ৪৮ রানে। এছাড়া করিম জানাত করেন ১৮ রান। খুলনার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন।
১৭০ রান তাড়ায় ওপেনিংয়ে সাব্বিরকে পাঠিয়েছিল খুলনা। তবে টিকতে পারেননি, ৬ বলে ২ রান করেই ফিরতে হয় তাকে। অধিনায়ক শাই হোপও স্থায়ী হতে পারেননি, ফিরেছেন ১৫ রানে। অ্যান্ড্রু ব্যালবার্নি করেন ৩৭ রান। তবে ঝড় তোলেন জয়। তার অপরাজিত ৬৩ রানেই জয়ের ভিতটা পায় খুলনা। আর শেষদিকে হাবিবুরের ঝড়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে খুলনার দলটি। ৯ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩০ রান করেন এই ব্যাটসম্যান। স্ট্রাইক রেট ৩৩৩.৩৩।