জাপানি ইয়েনকে ছাড়িয়ে লেনদেনে বিশ্বে চতুর্থ চীনা মুদ্রা

করোনা পরবর্তী আন্তর্জাতিক বাজার ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব কাটিয়ে নিজ মুদ্রার মান ধরে রেখেছে চীন। আন্তর্জাতিক লেনদেনে চীনা মুদ্রা রেনমিনবি বা আরএমবি’র ব্যবহার বেড়েছে। এর ফলে জাপানি ইয়েনকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম পেমেন্ট মুদ্রায় পরিণত হয়েছে আরএমবি।

সম্প্রতি চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অফ চায়না (পিবিসি) জানায়, ২০২১ সালে আন্তর্জাতিক লেনদেনে আরএমবি’র ব্যবহার ৩৬.৬ ট্রিলিয়ন ইউয়ানে (৫.২৪ ট্রিলিয়ন মার্কিন ডলার) পৌঁছায়, যা ২০২০ সালের তুলনায় ২৯.০ শতাংশ বেশি।

ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন (সুইফট)-এর পরিসংখ্যান অনুসারে, ২০২১ সালের ডিসেম্বরে আরএমবি’র আন্তর্জাতিক পেমেন্ট শেয়ার ২.৭ শতাংশ পর্যন্ত বাড়ে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চায়না রেডিও ইন্টারন্যাশনাল বলেছে, চলতি বছরের জানুয়ারিতে আরএমবি’র পেমেন্ট শেয়ার ৩.২ শতাংশ পর্যন্ত বাড়ে, যা একটি রেকর্ড।

এদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর হিসেবে অনুসারে, ২০২২ সালের প্রথম প্রান্তিকে বৈশ্বিক বৈদেশিক মুদ্রার রিজার্ভে আরএমবি’র অংশ ছিল ২.৮৮ শতাংশ, যা ২০১৬ সালের ১.৮ শতাংশের চেয়ে বেশি।

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) বলছে, তাদের রাষ্ট্র পরিচালনা নীতি ও উদ্যোগের কারণে ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে এ মুদ্রার লেনদেন আরও বাড়বে।

image_pdfimage_print