জাদুকরী বসন্ত

আনোয়ার হোসেন

তুমি বনে ফোটাও ফুল; মনে ভালোবাসা।
তোমার আগমনে পাখির গানে হৃদয়ে দেয় দোলা।
তুমি কুকিলের প্রাণের কবিতা, রূপ সাজানোর সকাল বেলা।
মুগ্ধ বৈচিত্র্যের জাদুকরী অদ্ভুত বায়ু, তুমি ফুল ও প্রকৃতির মমতা।

তুমি হিমালয়কে ভুলে যাওয়া কবিতা,
হে বসন্ত তোমাকে স্বাগত; তুমি আমার মনভুলানো মেঘলা হাওয়া।
অধুনা ফুলের গন্ধে নয়, তাঁর গন্ধে রজনী হবে আনন্দময়;
এরাতে ফুলের সাথে রাঙিয়ে দাও তাঁর মনটি।
আজি খুলিও তোমার হৃদয়টি, ভুলিও তোমার ত্রপা’টি।
হে বসন্ত তোমার আগমনে আমি চপল।