চীনকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলার প্রতিশ্রুতি সুগা ও বাইডেনের

 

চীনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জকে মোকাবিলা করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি প্রথম কোনো দেশের নেতার সঙ্গে বাইডেনের সামনা-সামনি বৈঠক। শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। খবর রয়টার্সের।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে যে অবনতি ঘটেছিল, বৈঠকে বাইডেন তা পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।