চলতি বছর ৬ হাজার ৫০০ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনারা: পিপিসি

চলতি বছর সাড়ে ৬ হাজার ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনাবহর। সোমবার (১৩ ডিসেম্বর) এ সংক্রান্ত তথ্য-প্রতিবেদন প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন প্যালেস্টাইন প্রিজোনার ক্লাব (পিপিসি)। খবর এপির।

সোমবারও রাতভর পশ্চিমতীরে অভিযান চালায় ইহুদি সেনাদল। ধরপাকড়ে আটক হয় ১৮ ফিলিস্তিনি যুবক। এ সময় গোলাগুলিতে জেনিন শহরে ১৬ বছরের এক কিশোরীর মৃত্যু হয়। তাকে জানা জাকারান হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

মানবাধিকার সংগঠনটির তথ্য অনুসারে, আটককৃতদের মধ্যে রয়েছেন ১৫৩ নারী ও ৮১১ শিশু। পরে অবশ্য তাদের অনেককে ছেড়ে দেয়া হয়েছে। তবে, দুই হাজারের বেশি ফিলিস্তিনিকে দেয়া হয়েছে প্রশাসনিক আটকাদেশ। বর্তমানে, ইসরায়েলের ২৩টি কারাগার, বন্দি শিবির ও জেরা কেন্দ্রে আটক পাঁচ হাজারের কাছাকাছি ফিলিস্তিনি। ২০০৬ সালের পর চলতি বছরকে ফিলিস্তিনের জন্য সবচয়ে রক্তক্ষয়ী হিসেবে আখ্যা দিয়েছেন মানবাধিকার কর্মীরা। ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন দুই শতাধিক ফিলিস্তিনি।

image_pdfimage_print