নিজস্ব প্রতিবেদক:
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় যোগদান করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জোবাইরুল হক। শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় থানা সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গত ৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। নবাগত ওসি জোবাইরুল হক বিদায়ী ওসি রুহুল আমিনের স্থলাভিষিক্ত হলেন। এর আগে তিনি চট্টগ্রামের রাউজান হাইওয়ে থানায় একই পদে দায়িত্ব পালন করেছেন।
তাঁর গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। তিনি ১৯৯৩ইং সনে এসআই পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করে নবাগত ওসি জোবাইরুল হক বলেন- চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা এলাকার মহাসড়কে যানজট নিরসন ও পরিবহনে শৃঙ্খলা ফেরানোই তার প্রথম লক্ষ্য। তিনি বলেন, মহাসড়কে নিষিদ্ধ ব্যাটারীচালিত ইজিবাইক, নসিমন, করিমন, ভটবটিসহ যেসব যানবাহন রয়েছে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।