চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উদ্যোগে নিরাপদ সড়ক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

“মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ”এই শ্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক দিবস পালন করেছে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা৷ আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) বৈরি আবহাওয়ার মধ্যে দিয়ে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপারের নির্দেশনায় সড়ক দুর্ঘটনা রোধে দিনভর হাইওয়ে থানা এলাকার আঞ্চলিক মহাসড়কের টার্মিনাল ও বাসস্ট্যান্ডে এবং হাটে-বাজারে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ পথসভা, লিফলেট বিতরণ ও মাইকিং করে৷

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানারএ সময় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমীন জনসাধারণের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য বলেন, ‘রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহার করুন, নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের যাত্রী হবেন না, এতে আপনার জীবন বিপন্নের ঝুঁকি রয়েছে৷ যত্রতত্র গাড়ি থামানো ও পার্কিং করা থেকে বিরত থাকুন, উল্টো পথে গাড়ি চালাবেন না এবং অযথা হর্ন বাজাবেন না৷

ঝুঁকি নিয়ে গাড়ি ওভারটেক করবেন না – চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না৷ বিপজ্জনকভাবে মালামাল বোঝাই করে গাড়ি চালাবেন না৷ গাড়ি চলনারত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করবেন না, মহাসড়কে জরুরি গাড়ি মেরামতের সময় গাড়ির সামনে এবং পিছনে রাস্তায় রিফ্লেক্টিং কোণ ব্যবহার করুন৷’

রুহুল আমিন আরও বলেন, ‘মহাসড়কের বিভিন্ন এলাকায় পরিবহনে চাঁদাবাজি বন্ধে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উদ্যোগে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এ অঞ্চলে পরিবহনে চাঁদাবাজি হবেনা বলে ঘোষণা দেন৷’