চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করতে টাকা লাগবেনা : জসীম উদ্দীন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে সাতটায় প্রেসক্লাবের কনফারেন্স রুমে মতবিনিময় করেন।

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পদক জাহিদুর রহিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন।

অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন ও রুহুল আমিনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, চন্দ্রগঞ্জ প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সহ-সভাপতি আব্দুন নূর, দৈনিক মুক্ত বাঙ্গালীর সম্পাদক ডা. সমর, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাও: মো. আব্দুল কুদ্দুছসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ দ্যার্থহীন কন্ঠে ঘোষণা করেন, ‘চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ বা মামলা দায়ের করতে এক টাকাও লাগবেনা। এ থানার কোন অফিসার টাকা দাবি করলে তার চাকুরি থাকবেনা।’ চন্দ্রগঞ্জ থানা এলাকায় মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতিসহ অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষার্থে সাংবাদিককের সহযোগিতা কামনা করেন তিনি।