চন্দ্রগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো মহান বিজয় দিবস উদযাপন করেছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি পালন শুরু করে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ।

কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজ গভর্ণিং বডির সভাপতি জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ এম আলাউদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী। এছাড়াও বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক চন্দ্রগঞ্জ থানা কমিটির সভাপতি মো. আলী হোসেন, গভর্ণিং বডির সদস্য কামরুজ্জামান নিজাম, কামাল হোসেন ও শিক্ষক আসিফুর রহমান প্রমুখ।

এ দিকে সকাল সাড়ে ৮টায় শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসূচি পালন করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ এম আলাউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী। এছাড়াও বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য কাজী মোস্তফা কাজল, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক চন্দ্রগঞ্জ থানা কমিটির সভাপতি মো. আলী হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য দেলোয়ার হোসেন ও এ্যাড. সামছুদ্দিন, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান নিজাম প্রমুখ।অপরদিকে বিজয় দিবসের সূচনালগ্নে রাত ১২টা ১ মিনিটে ৩১বার তোপধ্বনির মাধ্যমে শহীদ বেদিতে পুস্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়- চন্দ্রগঞ্জ থানা, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা, চন্দ্রগঞ্জ প্রেসক্লাব, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন।