নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারস্থ যাত্রী ছাউনীর দেয়ালে ‘প্রদীপ্ত’-এর উদ্যোগে স্থাপন করা হয়েছে ‘মানবতার দেয়াল।’ সোমবার (২রা মার্চ) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন এই মানবতার দেয়াল উদ্বোধন করেন। দরিদ্র, ছিন্নমূল এবং শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ানো জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান, প্রদীপ্ত’র প্রকাশক আনোয়ার হোসেন। তিনি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালীদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করার আহ্বান করেন।
উদ্বোধনকালে ওসি জসীম উদ্দীন বলেন, ‘নিঃস্বার্থভাবে ছিন্নমূল অসহায় মানুষকে বস্ত্র সরবরাহ করে সাধ্যমতো অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্যে এই উদ্যোগকে স্বাগত জানাই।’ এক মুসলমান অন্য মুসলমানকে কাপড় দান করলে আল্লাহ তাকে জান্নাতের পোশাক দান করবেন।
মানবতার দেয়াল উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, প্রদীপ্ত’র সম্পাদক কবির আহমদ ফারুক ও প্রকাশক আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ বাজার পরিচলনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমূখ।