নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ‘অনলাইন নিউজ পোর্টাল প্রদীপ্ত ডট নিউজ’-এর উদ্যোগে সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে চন্দ্রগঞ্জ নিউ মার্কেট প্রাঙ্গণে পাঁচ থেকে বার বছরের পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রদীপ্ত’র সম্পাদক কবির আহমদ ফারুক ও প্রকাশক আনোয়ার হোসেন, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির দপ্তর সম্পাদক মো. মামুন অর রশীদ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, কফিল উদ্দীন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম. মাসুদ, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সদস্য শাহ্ পরান শাকিল, চন্দ্রগঞ্জ নিউ মার্কেটের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, পিসি টেকনোলজির স্বত্তাধিকারী মো. জসিম উদ্দিন, নোয়াখালী জেলা আওয়ামীগের সাবেক সদস্য সাংবাদিক মো. শাহাজান ভূঁইয়া, আলোকিত জনসেবা ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ বশির আহমেদ প্রমূখ।
শীতবস্ত্র বিতরণকালে প্রদীপ্ত ডট নিউজ’-এর প্রকাশক আনোয়ার হোসেন বলেন, ‘আজকের শিশুরাই দেশ ও জাতির ভবিষ্যৎ হোক তা পথশিশু বা রাজপুত্র। ইসলাম সারা দুনিয়ার সব মানুষকে একই বাবা এবং একই মায়ের সন্তান হিসেবে মনে করে এবং জন্ম ও বর্ণ দ্বারা কাউকে কোনোরূপ পার্থক্য করে না। ইসলামি শরিয়তি বিধান সব মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করে। চন্দ্রগঞ্জ বাজারে অবস্থিত শীতবস্ত্রহীন পথশিশুদের দেখে প্রদীপ্ত উদ্যোগ গ্রহণ করে একটি শীতবস্ত্র দিয়ে হলেও শীতার্তের পাশে দাঁড়ানোর। প্রদীপ্ত’র এ উদ্যোগকে সফল করতে যাঁরা বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন তাঁদের প্রতি রইল অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’
তিনি আরো বলেন, ‘প্রতি বছর ২ অক্টোবর পথশিশু দিবসে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় পথশিশুদের সুরক্ষা ও তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। তবে আমরা ঠিক তাদের জন্য কতটা করতে পারছি। আমরা আমাদের আশপাশে তাকালেই পথশিশু দেখতে পাই, তাদের দুঃখ-দুর্দশা থেকে আমাদের উপলব্ধি করা উচিত আসলে আমরা কতটা করছি তাদের জন্য। তাদের অধিকার রয়েছে অন্য সকলের মতো সুস্থ-স্বাভাবিক জীবনযাপন করা।’