নিজস্ব প্রতিবেদক
চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের আইসিটি প্রভাষক শামিম আরাফাত রকি’র আজ (২৮ আগষ্ট) শুক্রবার ভোররাতে তাঁর নিজ বাসা থেকে (লক্ষ্মীপুর ল- ১১-৪৯৫৮) মটরসাইকেল চুরি হয়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলার ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের প্রভাষক শামীম আরাফাত রকির বাড়িতে এ ঘটনা ঘটে।
শামিম আরাফাত রকি জানান, ভোররাতে বাউন্ডারি দেয়াল টপকে বাড়ির ছাদে উঠে দুই চোর। একপর্যায়ে তারা ছাদের টিনের দরজা ভেঙ্গে বাড়ির অভ্যন্তরে প্রবেশ করে। পরে বাড়ির ভেতরে থাকা গ্যারেজ থেকে Keeway RKR 165 নামের মটরসাইকেলটি নিয়ে মূল ফটক খুলে পালিয়ে যায়। চুরির পুরো বিষয়টি বাড়ির ক্লোজ সার্কিট ক্যামেরায় রেকর্ড রয়েছে।