ক্লাব ও জাতীয় দলের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। আনঅফিসিয়াল পরিসংখ্যানবিদদের সংগঠন ‘আরএসএসএসএফ’-এর হিসাব অনুযায়ী, সাবেক অস্ট্রিয়া স্ট্রাইকার জোসেফ বিকানের করা ৮০৫ গোল টপকে গেছেন রোনালদো। শনিবার রাতে টটেনহ্যামের বিপক্ষে ১২ ও ৩৮ মিনিটে দুই গোল করে ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়িয়ে গেছেন তাকে।
এই ম্যাচের আগে প্রতিযোগিতামুলক ম্যাচে রোনালদোর গোল সংখ্যা ছিল ৮০৪।
হ্যাটট্রিক পূরণের মাধ্যমে তা গিয়ে দাঁড়িয়েছে ৮০৭ এ, যা আর কোনো ফুটবলারের নেই। তবে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে পুরুষ ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড নিয়ে একটা বিতর্ক থেকেই গেছে।
দ্বিতীয় মেয়াদে ম্যানইউতে ফেরার পর এটিই রোনালদোর প্রথম হ্যাটট্রিক। দূর্দান্ত ম্যাচ উপহার দিতে পেরে উচ্ছ্বেসিত রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রোনালদো লিখেছেন, ”মাঠে ফিরে হ্যাটট্রিক করে পেতে আমি দারুণ খুশি। ম্যানইউ আবারও প্রমাণ করলো, আমরা যেকোনো দিন যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি। ‘