গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলা

ফিলিস্তিনি জঙ্গিদের রকেট হামলার পর অধিকৃত গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

গত সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি হামলার প্রেক্ষাপটে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরের দিকে দিকে এই হামলার ঘটনা ঘটে।

অস্থিরতার কারণে গাজায় ইসরাইলি বাহিনী এবং ফিলিস্তিনি গোষ্ঠীগুলির মধ্যে গুলি বিনিময়ও শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে বুধবার রাতে গাজা উপত্যকা থেকে ছোড়া রকেট, যেগুলো ছোঁড়ার দাবি করেছে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড।

ইসরাইলি সামরিক বাহিনী বলছে, তাদের বিমান হামলা রকেট এবং গাজা শাসনকারী গোষ্ঠী হামাসের দ্বারা ব্যবহৃত অস্ত্র উত্পাদন সাইটগুলোতে আঘাত হেনেছে।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, ‘আমাদের আল-কাসাম ব্রিগেডরা বীরত্বের সাথে দখলদারিত্বের আগ্রাসন এবং বোমা হামলার মোকাবিলা করেছে’।

তিনি যোগ করেন, রকেট ফায়ারটি ছিল অধিকৃত পশ্চিম তীরে অভিযান এবং ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের সাথে দুর্ব্যবহারের প্রতিক্রিয়া।

এসময় ইসরায়েলি এলাকায় বিমান হামলার সাইরেন বেজে ওঠে। তবে এতে

গুরুতর হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

বামপন্থী ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের সশস্ত্র ইউনিট জানিয়েছে, তারা ইসরাযইলের কারাগারে ফিলিস্তিনি বন্দীদের বিরুদ্ধে বিমান হামলা এবং ‘পরিকল্পিত আগ্রাসনের’ প্রতিক্রিয়া হিসাবে বৃহস্পতিবার ভোরে ইসরাইলে রকেট নিক্ষেপ করেছে।

বুধবার এক টুইটবার্তায় ইসরাইলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির, যিনি কারাগারগুলি তত্ত্বাবধান করেন, বলেছেন যে তিনি ফিলিস্তিনি বন্দীদের জন্য শর্ত কঠোর করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবেন।

তিনি বলেন, ‘গাজা থেকে রকেট হামলা আমাকে হত্যাকারী সন্ত্রাসীদের জন্য গ্রীষ্মকালীন শিবিরের শর্ত বাতিল করার প্রচেষ্টা অব্যাহত রাখতে বাধা দেবে না’।