ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন আরাফাত। তিনি প্রথম আলোকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে খাগড়াছড়ি বাজারের নিজাম স্টোর নামের ওই ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। তেলের অবৈধ মজুতের অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬–এর ৬ ধারায় নিজাম স্টোরের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।