কাভার্ডভ্যান থেকে ১৩৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

কাভার্ডভ্যানে করে অভিনব কায়দায় ১৩৬ কেজি গাঁজা পাচারকালে চক্রের মূলহোতা মো. মনির হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

রোববার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, ঢাকা-কুমিল্লা মহাসড়ক দিয়ে কাভার্ডভ্যানে করে গাঁজা পাচার করছিল চক্রটি। গ্রেফতারের সময় মনিরের কাছ থেকে ১৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মনির দীর্ঘদিন যাবত কাভার্ডভ্যানে করে গাঁজা রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

image_pdfimage_print