কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় স্ত্রী

নুসরাত-নিখিল, শ্রাবন্তী-রোশন পর এবার কাঞ্চন মল্লিকের সংসার ফাটলের খবরে গত দুদিন ধরে তোলপাড় টলিগঞ্জ। বেশ কয়েক মাস ধরেই টলিপাড়ায় গুঞ্জন, কাঞ্চন মল্লিক নাকি প্রেম করছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে। স্ত্রী অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি বেশ কয়েক বছর ধরেই কাঞ্চনের সম্পর্ক টালমাটাল। এবার কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন স্ত্রী পিঙ্কি ব্যানার্জি। শনিবার তিনি থানায় গিয়ে অভিযোগ করেছেন।

ভারতীয় গণমাধ্যমকে পিঙ্কি বলেছেন, ‘আমি আমার ছেলেকে নিয়ে বহুদিন ধরে আলাদা থাকতাম। টানা লকডাউনে একবারও সন্তানের খবর নেন নি, হঠাৎ করেই বারবার ফোন করতে শুরু করেন। আমি বলি আমি পরে কথা বলবো, মানসিকভাবে এখন কথা বলার মত অবস্থায় নেই। এ কথা বলার পর বাড়ি এসেও আমাকে হুমকি দেয় কাঞ্চন।’

কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় স্ত্রীরাস্তায় দাঁড়িয়ে অপমান করা হয় তাকে। এরপরই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি।

উত্তরপাড়ার বিধায়ক তথা অভিনেতার বিরুদ্ধে তার স্ত্রীর অভিযোগ, অতিরিক্ত মদ্যপান এবং মদ্যপানের পর অশ্লীল ভাষায় কথা বলতেন কাঞ্চন। ছেলের উপর প্রভাব যাতে না পড়ে সেইজন্যই এতদিন চুপ করে ছিলেন। পরিবার ও ছেলের মুখে চেয়েই তাকে এই অভিযোগ দায়ের করতে হয়।

কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় স্ত্রী

কাঞ্চন মল্লিক ও পিঙ্কির আট বছরের ছেলে শহরের একটি নামী ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করে। সেই খরচ এবং ছেলের আয়ার খরচ কাঞ্চন দেন। এছাড়া সন্তানের খবরও নেন না, এমনটা জানিয়েছেন তার স্ত্রী। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেন নি কাঞ্চন।