এখনো উত্তাল পেরু, সংঘর্ষে প্রাণ গেছে আরও ৮ জনের

আন্দোলন-সহিংসতায় এখনও অশান্ত লাতিন দেশ পেরু। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে প্রাণ গেছে আরও ৮ বিক্ষোভকারীর। গুরুত্বপূর্ণ বেশ কিছু সড়ক, বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে অবরোধ করে রেখেছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর সমর্থকরা। খবর বিবিসির।

মূলত, কাস্তিলোর মুক্তি ও প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পেদ্রো কাস্তিলোর সমর্থকরা। কাসকো শহরে বিমানবন্দর অবরোধ করায় আটকা পড়েছেন ৫ হাজার পর্যটক। পেরুর বিখ্যাত ঐতিহাসিক নিদর্শন মাচুপিচুতে যাওয়ার প্রবেশপথ এই শহরটি। ফলে বিপাকে পড়েছেন এসব পর্যটক।

পেরু ও বলিভিয়া সীমান্ত অবরোধ করায় প্রবেশ করতে পারছে না কার্গো ট্রাকও। বেশ কিছু স্থানে বন্ধ রেল চলাচলও। বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। এ পরিস্থিতিতে শুক্রবার আগাম নির্বাচন বিষয়ক একটি বিল কংগ্রেসের ভোটাভুটিতে বাতিল হয়। অরাজক পরিস্থিতিতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেন দুই মন্ত্রী।

image_pdfimage_print