একইসাথে দুই ভাইয়ের বিশ্বকাপ মিশন

গতকাল ফ্রান্সের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশম। ইনজুরির কারণে ছিটকে গেছেন বেশকিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে ২৫ সদস্যের দলের থেকে বেশি নজর কেড়েছে আপন দুই ভাই থিও হার্নান্দেজ ও লুকাস হার্নান্দেজের একই সাথে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার বিষয়টি।

মজার বিষয় হলো তারা দুই ভাই একই পজিশনে খেলে থাকেন, বড় ভাই লুকাস জার্মান বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ এবং ছোটো ভাই থিও ইতালিয়ান ক্লাব এসি মিলানের হয়ে লেফট-ব্যাক সামলান। ফলে দুই ভাইকে একই সাথে মাঠে দেখতে পাওয়া সম্ভব না বলাই যায়। তবে ফ্রান্সের লেফট-ব্যাক যে এই দুই ভাইয়ের ওপর ন্যস্ত থাকবে সেটা বলার কোনো অপেক্ষাই রাখে না।

যদিও ফুটবল ইতিহাসে এটিই প্রথম নয়, এই তালিকায় তারা হলেন ২১ তম, যারা একই সাথে নিজ দেশের হয়ে বিশ্বকাপ মঞ্চ মাতাবেন। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের ইডেন হ্যাজার্ড ও থর্গ্যান হ্যাজার্ড এই তালিকায় শেষ যুক্ত হয়েছিলেন।

ফ্রান্সের হয়েও যে এটিই প্রথম তা নয়, এর আগে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে ফ্রান্সের হয়ে লুসিয়ান লরেন্ট ও জিন লরেন্ট প্রথম বার বিশ্বকাপ দলে জায়গা পান।

ফ্রান্স দল:

গোলরক্ষক: হুগো লরিস, আলফোন্স আরিওলা ও স্টিভ মান্দান্ডা।

ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, প্রেসনেল কিম্পেম্বে, জুলস কুন্দে, ইব্রাহিমা কোনাতে, বেনজামিন পাভার্দ, উইলিয়াম সালিবা, দায়দ উপেমেকানো ও রাফায়েল ভারানে।

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাতেও গেনডৌজি, অ্যাড্রিয়েন রাবিওত, অরেলিয়ান চুয়ামেনি ও জর্ডান ভেরেটুট।

ফরোয়ার্ড: করিম বেনজেমা, কিংসলে কোম্যান, উসমান দেম্বেলে, অলিভিয়ে জিরুদ, অ্যান্টোইন গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে ও ত্রিস্তোফা এনকুনকু।