ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ইরান। স্থানীয় সময় শনিবার (২৮ জানুয়ারি) রাতে আঘাত হানা এ ভূমিকম্পে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৮০০ জন। বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। খবর সিএনএন এর।
জানা গেছে, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের আজারবাইজান প্রদেশের খোয় শহরে শনিবার রাত ৯টা ৪৪ মিনিটে আঘাত হানে এ ভূমিকম্প। তবে ভূমিকম্পের প্রভাব একাধিক শহর ও গ্রামাঞ্চলেও স্পষ্টভাবে অনুভূত হয়েছে। এর ফলে কেঁপে ওঠে ঘরবাড়ি ও স্থাপনাগুলো। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন এবং ৮১৬ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৭০টি গ্রাম।
ইরানের সংবাদ সংস্থা আইআরএনএ এর পক্ষ থেকে বলা হয়েছে, কম্পন এতটাই শক্তিশালী ছিল যে, এটি পশ্চিম আজারবাইজানের অনেক অঞ্চলে অনুভূত হয়েছে। পার্শ্ববর্তী পূর্ব আজারবাইজান প্রদেশের প্রাদেশিক রাজধানী তাবরিজসহ বেশ কয়েকটি শহরও কেঁপে ওঠে। এর ফলে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে স্থানীয়দের মধ্যে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যহত আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।