আড়াইহাজারে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি গত ৩০ আগস্ট উপজেলার সিংরাটি এলাকায় ঘটলেও বুধবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধর্ষিতার বাবা বাদি হয়ে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, কিশোরীর বাড়ি আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামে। সে তার গার্মেন্টস শ্রমিক বাবা-মায়ের সঙ্গে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় ভাড়া থাকে। ঘটনার দিন ভুক্তভোগী কিশোরী তার এক বান্ধবীকে নিয়ে ভুলতায় ঘুরতে যায়। সেখান থেকে তাদের সঙ্গে যোগ হয় বান্ধবীর এক বন্ধু। এরা তিন জন মিলে আড়াইহাজার এলাকায় ঘুরতে বের হয়। পরে একদল যুবক বান্ধবী ও বন্ধুকে ভয়ভীতি দেখিয়ে উপজেলার সিংরাটি এলাকার একটি ঝোপে নিয়ে কিশোরীকে পাঁচ-ছয় জনে মিলে ধর্ষণ করে।
ওসি আরও জানান, ধর্ষণের ঘটনায় অভিযোগ দেওয়ার পরপরই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। শেষে জড়িতদের মামলার আসামি করা হবে। বাকিদের ছেড়ে দেওয়া হবে।
আটককৃতরা হলো—মাগুরা জেলার শালিখা থানার মৃত রহিম মোল্লার ছেলে বিল্লাল, উপজেলার সিংরাটি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে জাহিদ, উপজেলার বান্টি উত্তরপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে নিরব, ময়মনসিংহের ঈশ্বরদী থানার কাঁঠালিয়া গ্রামের আবুল হাসেমের ছেলে তাইজুল, উপজেলার লস্করদী পূর্বপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে সিয়াম, সিংরাটি গ্রামের মহিবুরের ছেলে রানা, একই গ্রামের সুরুজ মিয়ার ছেলে রবিন, আলীসাদী কান্দাপাড়া গ্রামের আবু বকরের ছেলে খাইরুল ও সিংরাটি গ্রামের রফিকুলের ছেলে রিফাত।