গতকাল দিল্লির আইনজীবী বিনীত জিন্দাল পুলিশ কমিশনার সঞ্জয় অরোরার কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ওই আইনজীবী ১৫৩, ১৫৩ ক, ২৯৮ ধারায় অভিযোগটি এফআইআর হিসেবে লিপিবদ্ধ করার আবেদন করেছেন। এই ধারাগুলো দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে উসকানি দেওয়া, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরি, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে।
পুলিশের কাছে দেওয়া অভিযোগে বলা হয়েছে, ‘ছবিতে নির্মাতারা বিশেষ চাহিদাসম্পন্ন এক ব্যক্তিকে ভারতীয় সেনাবাহিনীর হয়ে কারগিল যুদ্ধে লড়তে দেখিয়েছেন। এটা প্রতিষ্ঠিত সত্য যে ভালোভাবে প্রশিক্ষিত সেনাকেই সেনাবাহিনী যুদ্ধে পাঠায়। কিন্তু ছবিতে ইচ্ছাকৃতভাবে এই নিয়মের ব্যতিক্রম দেখিয়েছেন, যা ভারতীয় সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ন করেছে।’ অভিযোগে আমির খান অভিনীত একটি দৃশ্যের কথাও উল্লেখ করা হয়েছে। যেখানে তিনি ‘পূজা পাঠ’কে ‘ম্যালেরিয়া’ হিসেবে উল্লেখ করেছেন। এই দৃশ্যের কথা উল্লেখ করে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবেই এ ধরনের উসকানি দেওয়া হয়েছে।