আয়কর রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়লো

প্রতিবছরের মত এবারও এক নভেম্বর থেকে আয়কর সেবা মাস শুরু করেছিল এনবিআর। নিয়ম অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত করদাতাদের জরিমানা ছাড়াই আয়কর বিবরণী দাখিলের সুযোগ ছিল। কিন্তু বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের দাবি প্রেক্ষিতে ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে এনবিআর। অর্থাৎ করদাতারা জরিমানা ছাড়া আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।

বুধবার (৩০ নভেম্বর) এনবিআরের সম্মেলন কক্ষে সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ ঘোষণা দিয়েছেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা চাই রিটার্ন জমা বাড়ুক। মানুষকে আরও বেশি সুযোগ দিতে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের দাবি ও করদাতাদের কথা বিবেচনা করে রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে। আশা করছি করদাতারা সহজেই রিটার্ন দাখিল করতে পারবেন।

এসময় এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, ২৯ নভেম্বর পর্যন্ত মোট ২৪ লাখ করদাতার আয়কর রিটার্ন রাজস্ব বোর্ডে জমা পড়েছে, যা গতবছর একই সময়ে জমা পড়েছিল ১৭ লাখ রিটার্ন।

দেশে বর্তমানে ৮২ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছেন। তবে এখন পর্যন্ত ২২ লাখের মতো রিটার্ন দাখিল করা হয়েছে বলে জানা গেছে।

২০১৬ সালে আয়কর অধ্যাদেশে পরিবর্তন এনে ৩০ নভেম্বর জাতীয় কর দিবসের পর রিটার্ন জমা না নেওয়ার সিদ্ধান্ত হয়। তাই সময় বাড়ানোর পথটি বন্ধ হয়ে যায়। যদিও গত দুই বছর করোনা মহামারির কারণে একমাস সময় বৃদ্ধি করা হয়েছিল। এবারও এর ব্যতিক্রম হলো না।