চলছে ভাষার মাস। বাংলা ভাষাকে রক্ষা করতে ঝরেছে তরুণদের তাজা রক্ত। এজন্য আমরা এখন সুমধুর বাংলা ভাষায় আমাদের মনের ভাব প্রকাশ করছি সবার সঙ্গে। দেশ ছেড়ে বিদেশেও জনপ্রিয় হয়েছে এ বাংলা ভাষা। বর্তমান প্রযুক্তির যুগে আধুনিকতার ছোঁয়া লেগেছে প্রায় সবখানেই। কিন্তু সেই আধুনিকতার সংস্পর্শে আমরা নিয়ে আসতে পারিনি আমাদের মাতৃভাষা বাংলাকে।
বাংলা ভাষাকে অনেকেই পৃথিবীর মধুরতম ভাষা হিসেবে উল্লেখ করেছেন। ৫০ কোটি মানুষের কানে-মুখে এ ভাষাটি ঘুরলেও কম্পিউটার প্রযুক্তিতে অত ঘোরে না এ ভাষা। গুগল, অ্যালেক্সা ও সিরিতে বাংলাতে কথা বলতেই সে অনুযায়ী কাজ করবে-এ সাধ জাগে আমাদের অনেকের মনেই। কিন্তু সাধ থাকলেই তো আর হবে না সাধ্যও তো থাকতে হবে।
আর কম্পিউটারকে বাংলা ভাষা শেখাতে বা বুঝাতে হলে প্রয়োজন অনেক অনেক মানুষের কণ্ঠের নমুনা। নানা পরিস্থিতিতে, নানা বয়সের মানুষের কণ্ঠের নমুনা প্রয়োজন। ইংরেজি গবেষকরা এমন কণ্ঠের নমুনা সংগ্রহ করেছে বলেই তারা আজ সিরি, এলেক্সা বা গুগল এসিস্টেন্টের সঙ্গে কথা বলতে পারছেন।
গুগল বাংলা ভাষা নিয়ে কিছু কাজ করলেও তাদের অ্যালগরিদমের অনেক ত্রুটি রয়েছে। কারণ গুগলের কাছে বাংলাভাষীদের সব এলাকার লোকের বাংলা কণ্ঠের নমুনা নেই। তাই এবার এ প্রতিষ্ঠানটি একটি বড় কণ্ঠের নমুনা সংগ্রহ করার কাজে নেমেছে।