কবির আহমদ ফারুক, সম্পাদক – প্রদীপ্ত
সময় কখনো থেমে থাকেনা, চির বহমান। দেখতে দেখতে চলে এলো পহেলা জুন। বাংলাদেশ ও বহির্বিশ্বকে বিপন্ন করে তুলেছে মহামারি করোনাভাইরাস। আর এ প্রবাহমান সময়ের স্রোতে গা ভাসিয়ে ‘সাহিত্য সাময়িকী প্রদীপ্ত’ prodipto.news – ProdiptoTV এবং প্রদীপ্ত লেখক ফোরাম ২য় বর্ষে পদার্পন করেছে।
সুপ্রিয় পাঠক ও শুভানুধ্যায়ী, যে লক্ষ্যে সাহিত্য সাময়িকী প্রদীপ্ত’র যাত্রা শুরু হয়। কিন্তু সে লক্ষ্য বাস্তবায়ন খুবই কঠিন। তাই আপনাদের সার্বিক সহযোগীতা, সহমর্মিতা ও সমালোচনা একান্ত কাম্য। প্রদীপ্ত প্রকাশনার উদ্দেশ্য মানসম্পন্ন ব্যাপকসংখ্যক চিন্তাশীল পাঠক-লেখক তৈরি করা এবং তাঁদের লেখার মধ্য দিয়ে আমাকে, আপনাকে, সমাজকে এবং দেশকে সঠিক পর্যালোচনার পথে নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। বিগত এক বছর যাবৎ দেশি-বিদেশি সংবাদসহ নানা দরকারী তথ্য পৌঁছানোর এ মহান দায়িত্ব পালন করে যাচ্ছি আমরা। যার শুরু হয়েছিল ২০১৯ সালের পহেলা জুন।
শুধু সাহিত্য সাময়িকী প্রদীপ্ত নয়, এরই মধ্যে prodipto.news – Prodipto TV পূর্ণাঙ্গ ওয়েবসাইটের মাধ্যমে সার্বক্ষনিক দেশ এবং বিদেশের সংবাদ পৌঁছে দেয়াসহ নানাবিধ সামাজিক-সাংস্কৃতিক আয়োজনের প্রদীপ্ত’র ছিল অসামান্য চেষ্টা। পাঠক, শুভাকাঙ্খী, সহযোগী ও কলাকুশলীসহ সকল অঙ্গন থেকে আমরা পেয়েছি অভূতপূর্ব সাড়া ও সহযোগিতা।
প্রদীপ্ত’র যতটুকু পূর্ণতা পেয়েছে তা মূলত বাংলাদেশ এবং প্রবাসীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ। কোনো ভালো কাজই কখনো হারিয়ে যায় না। তাই নানা চড়াই উৎরাই, প্রতিকূলতা সত্ত্বেও প্রদীপ্ত’র আজকের এই অবস্থান পাঠক ও শুভানুধ্যায়ীদের আন্তরিকতা, অবিরত সমর্থন প্রদান ও সংশ্লিষ্ট সকলের নিরলস পরিশ্রমের ফসল। শুরু থেকেই পাঠক চাহিদার প্রতি মনযোগ রেখে সে অনুযায়ী অত্যাবশ্যক তথ্য সমৃদ্ধ নিবন্ধ প্রকাশ করে তা পাঠকের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে আমরা নিজ প্রতিজ্ঞা ধরে রেখেছি। আর সেই সাথে যুক্ত হয়েছে প্রবাসীদের সহযোগিতা।
প্রবাসী বাংলাদেশি জনগোষ্ঠীর মাঝে প্রদীপ্ত একটি আশার আলো। সকল শ্রেণির পাঠকসহ নবীন -প্রবীনদের সহযোগীতায় বিগত এক বছরে এটিকে নিরপেক্ষ ও সুষ্ঠু সংবাদের একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম হিসেবে রুপ দেয়ার চেষ্টা সফল হয়ে উঠেছে বলে আমরা মনে করি। তবে সার্বিক চিত্র বিচারের অধিকার সকল পাঠক, পাঠিকা শুভাকাঙ্ক্ষীদের। প্রদীপ্ত সবসময় ব্যক্তিত্ব, বিবেক ও দায়িত্ববোধ সম্পন্ন নাগরিক গড়ে তোলার চেতনায় বিশ্বাসী। আর তাই সকল প্রকার উগ্রতা ও অসামাজিকতা এড়িয়ে গণমাধ্যমের একটি সুষ্ঠু সুন্দর অবয়ব গড়ে তোলার চেষ্টা করে আসছে প্রদীপ্ত। পাঠক মনে যা গড্ডালিকা প্রবাহে ভেসে যাওয়া অনেক গণমাধ্যম থেকে আলাদা করে প্রদীপ্ত-কে দিয়েছে বিশেষ পরিচয় ও সুনাম।
প্রদীপ্ত কখনোই ফেসবুকের বানিজ্যিক পেজ বুস্টিং প্ল্যান ব্যবহার করা হয় নি, আর তাই বর্তমানে অনলাইনে ফেসবুক পেজ এ ভক্ত ও অনুসারী পাঠকের সংখ্যা দিন দিন বাড়ছে। বিগত সময়জুড়ে দেশে বিদেশে যারা আমাদের পাশে থেকে অনুপ্রেরণা যুগিয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পরিশেষে দেশ এবং বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্খীদের প্রতি প্রদীপ্ত’র চলার পথে অনুপ্রেরণা ও সহযোগীতার আহ্বান জানাচ্ছি। সকলের জন্য আমাদের পক্ষ থেকেও রইল শুভ কামনা।